Navigation

Q-T



নামঃ- Sweet Alyssum, Lobularia
বৈজ্ঞানিক নামঃ- Lobularia maritima   Family: Brassicaceae (Mustard family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- খুব ছোট। Hedge করে লাগাতে হয়। সুগন্ধি। সকাল বেলায় বাগানে দাঁড়ালে এর হালকা সুবাসে মনটা ভরে ওঠে।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- গোছের চারা কিনেছি। শিয়ালদহ থেকে।

নামঃ- Sweet William
বৈজ্ঞানিক নামঃ- Dianthus barbatus  Family: Dianthus barbatus 
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- গোছ করে না না রঙের ফুল হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- গোছের চারা কিনেছি।জিয়ারুল কিনে এনেছে।

No comments:

Post a Comment