Navigation

Other Annuals


নামঃ- Black-Eyed Susan Vine
বৈজ্ঞানিক নামঃ- Thunbergia alata      Family: Acanthaceae (ruellia family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা
ফুলের প্রকৃতিঃ- ছোট উজ্জ্বল হলুদ রঙের ফুল, মাঝে খুব গাঢ় বেগুনি, কালোই মনে হয়
চারা তৈরিঃ- দানা থেকে
বীজ সংগ্রহঃ- গাছে বীজ শুকিয়ে গেলে, সংগ্রহ করতে হবে
আরও কিছুঃ- এটা গড়িয়াহাট থেকে এনেছি। খুব নরম লতা। টবে করা যায়। খুব দইয়ে পোকা হয়, Aphid  আক্রান্ত হয়। নজর রাখতে হয়। তাই, এই গাছ থেকে বীজ ধরে রাখতে হবে, অবশ্যই

নামঃ- Golden Coreopsis,
বৈজ্ঞানিক নামঃ- Coreopsis tinctoria  Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গরম কাল।
ফুলের প্রকৃতিঃ- অনেক ফুল হয়। হলুদ ও কোন কোনটা হলুদ-আর মেরুন রঙের।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- এই ফুলটা সুর্য, আমার বরের খুব পছন্দের।

নামঃ- : Common Morning Glory,
বৈজ্ঞানিক নামঃ- Ipomoea purpurea Family: Convolvulaceae (Morning glory family)
আলো-ছায়াঃ-  ছায়াতে থাকলে ফুল বেশি সময় ধরে ফুটে থাকে। কড়া রোদে ফুল বুজে যায়। আবার সকালের আলোটুকু না পেলে ফুল ফোটে না।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গরম কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, অনেক রঙের হয়। আমার কাছে নীল ও রানি রঙের আছে।
চারা তৈরিঃ- দানা থেকে। গাছে ফুল দেওয়া শেষ হলে দানা তুলে রাখতে হয়।
আরও কিছুঃ- নীল ফুলের দানা দিয়েছিল, কাজলদি, আর রানি রঙেরটা পেয়েছিলাম জিয়ারুলের থেকে।

 Blue Ipomoea








নামঃ- Sunflower
বৈজ্ঞানিক নামঃ- Helianthus debilis    Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গরম কাল।
ফুলের প্রকৃতিঃ- অনেক ফুল হয়। হলুদ রঙের ফুল হয়, মাঝখানে কাল, খুব উজ্জল রঙ।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- এই ফুলটাও সুর্য, আমার বরের খুব পছন্দের।


নামঃ- Wishbone Flower,
বৈজ্ঞানিক নামঃ- Torenia fournieri    Family: Scrophulariaceae (dog flower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গরম কাল থেকে শীতের সুরু ওবধি থাকে।
ফুলের প্রকৃতিঃ- খুব উজ্জল নীল রঙের ফুল হয়।
চারা তৈরিঃ- দানা থেকে। বাগানে একবার করলে দানা পড়ে আপনি ই পরে হয়।
আরও কিছুঃ- এই ফুলটা কাজলদি খুব ভালবাসে।


নামঃ- Red Sorrel
বৈজ্ঞানিক নামঃ- Hibiscus sabdariffa var. rubra    Family: Malvaceae (Mallow family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গরম কাল থেকে শীতের শুরু ওবধি থাকে।
ফুলের প্রকৃতিঃ- লাল রঙের ফুল হয়।
চারা তৈরিঃ- দানা থেকে। বাগানে একবার করলে দানা পড়ে আপনি ই পরে হয়।
আরও কিছুঃ- এই গাছের একটা অন্য প্রজাতি আছে- তার পাতাটাও লাল। তবে এটা বেশী উজ্জল। জবা ফুলেরই প্রজাতি এটা।


No comments:

Post a Comment