Navigation

A-D






নামঃ- Alyssum,Sweet Alyssum, Lobularia

বৈজ্ঞানিক নামঃ- Lobularia maritima   Family: Brassicaceae (Mustard family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- খুব ছোট। Hedge করে লাগাতে হয়। সুগন্ধি। সকাল বেলায় বাগানে দাঁড়ালে এর হালকা সুবাসে মনটা ভরে ওঠে।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- গোছের চারা কিনেছি। শিয়ালদহ থেকে।


নামঃ- Chrysanthemum,
বৈজ্ঞানিক নামঃ- Dendranthema X grandiflorum   Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ-  রোদের গাছ।
জলের পরিমাণঃ- জল খুব সাবধানে দিতে হবে। জল-সার বেশী হয়ে গেলে, গাছের ডগা মোটা হয়ে
           যায়, সেই গাছে আর ফুল হতে চায় না। তখন কিছুদিন জল না দিলে আবার গাছ ঠিক হয়ে যায় অনেক সময়।                    
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- চন্দ্রমল্লিকা না না রঙের ও না না রকমের হয়।
চারা তৈরিঃ-  Mother গাছ থেকে, বর্ষার পর পর Cutting করে Root Hormone দিয়ে বালিতে বসিয়ে চারা তৈরী করতে হয়।
আরও কিছুঃ- এবার শীতের (2013) চন্দ্রমল্লিকার চারা জিয়ারুল আমাকে দিয়েছে।

নামঃ- Cineraria, Florist's Cineraria
বৈজ্ঞানিক নামঃ- Pericallis x hybrida  Family: Asteraceae (Sunflower family) 
আলো-ছায়াঃ- ছায়ার গাছ।
জলের পরিমাণঃ-  কম জল।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- এখানে নীল ও রানি রঙের বিভিন্ন Shades হয়।
চারা তৈরিঃ- তৈরী চারা কিনেছি। আগের বারের দানা ফেলেছিলাম, মোটে একটা চারা বেরিয়েছে।
আরও কিছুঃ- বড় চারা কিনেছি। Hybrid.

নামঃ- Cosmos, Mexican aster
বৈজ্ঞানিক নামঃ-Cosmos bipinnatus   Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, গোলাপী, সাদা রঙের হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ-  গোছের চারা কিনেছি। শিয়ালদহ থেকে।

নামঃ-  Dahlia
বৈজ্ঞানিক নামঃ-Dahlia   Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল। নানা রঙের হয়।
চারা তৈরিঃ- তৈরি চারা কিনেছি।
আরও কিছুঃ- জিয়ারুল চারা কিনে এনেছে।



নামঃ- Dog flower, Snapdragon
বৈজ্ঞানিক নামঃ- Antirrhinum majus    Family: Scrophulariaceae (dog flower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কম।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের হয়।এই ফুলটার মাঝখানে চিপলে ঠিক যেন কুকুরের মতো হা করে। তাই একে Dog Flower বলে।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- গোছ করা দেশী গাছ কিনেছি এবার।

No comments:

Post a Comment