Navigation

I-L



নামঃ- Larkspur
বৈজ্ঞানিক নামঃ- Consolida ajacis   Family: Ranunculaceae (buttercup family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- শিষ করে ফুল হয়। নীল, সাদা, গোলাপী এই রঙ গুলো হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- গোছের চারা কিনেছি। শিয়ালদহ থেকে।

নামঃ- Lilium, Bateman's Lily
বৈজ্ঞানিক নামঃ- Lilium x maculatum Cv. 'Batemanniae'   Family: Liliaceae (Lily family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- কম জল।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, একটা ডাটিতে চার-পাঁচটি ফুল থাকে। নানা রঙের হয়।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- গত শীতে (2012) রশ্মি আমাকে দিয়েছিল। কিন্তু এর কন্দটা আমি হারিয়ে ফেলেছি। এবার এই Lilium গুলো এনেছি শিখরপুর থেকে

No comments:

Post a Comment