Navigation

M-P



নামঃ- Marigold,Inka
বৈজ্ঞানিক নামঃ- Tagetes erecta   Family: Asteraceae
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- Hybrid  বড় চারা কিনেছি। কেন জানিনা এবার খুব মাকড়সার উৎপাত হচ্ছে।


নামঃ- Marigold- White, Vanilla Marigold
বৈজ্ঞানিক নামঃ- Tagetes erecta 
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- Hybrid  বড় চারা কিনেছি।




নামঃ- Pansy
বৈজ্ঞানিক নামঃ- Viola x wittrockiana   Family: Violaceae (violet family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- দু-রকম Pansy কিনেছি, Hybrid আর দেশি। Hybrid এর ফুল বড় হয়। দেশির ফুল ছোট হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- দু-রকম চারাই জিয়ারুল কিনে এনেছে।

নামঃ- Petunia
বৈজ্ঞানিক নামঃ- Petunia hybrida  Family: Solanaceae (potato family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- জিয়ারুল কিনে এনেছে। বড় চারা আনা হয়েছে। কিন্তু পাখিতে খুব পাতা খেয়ে যাচ্ছে, কেন জানিনা।

No comments:

Post a Comment