Navigation

E-H



নামঃ- Gazania
বৈজ্ঞানিক নামঃ- Gazania rigens   Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- কড়া রোদ লাগে।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল। নানা রঙের হয়। বিকালে ফুল বুজে যায়। কড়া রোদের সাথে চোখ মেলে। তাই এই ফুলটা প্রথম ফোটা দেখতে, আমার অফিস কামাই করতে হয়!
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- Hybrid  বড় চারা কিনেছি।

নামঃ- Gladiolus, Natal lily
বৈজ্ঞানিক নামঃ- Gladiolus dalenii/natalensis   Family: Iridaceae (Iris family)
আলো-ছায়াঃ- কড়া রোদ লাগে।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- শিষ করে ফুল হয়। নানা রঙের হয়।
চারা তৈরিঃ- Blub  থেকে চারা হয়।
আরও কিছুঃ- আমি বর্ষার জল শুকানোর আগেই Blub এনেছিলাম। তাই বালিতেই বড় হয়ে গিয়েছে গাছ গুলো। ফুল ভাল হবে না। নোয়াপাড়ার মেসোমসাই আমাকে কয়েকটা Blub দিয়েছেন, হয়তো সেগুলো ফুল দেবে।

No comments:

Post a Comment