Navigation

Winter Annuals

শীতের ফুল

2012/13 তে শীতে খুব সুন্দর ফুল হয়েছিল। কিন্তু 2013/14 এর শীতের ফুল নিয়ে দু-একটা কথা বলে নেওয়া দরকার। এবার বর্ষাতে আমার বাগান আটবার পুরো জলে ডুবেছে। তাই শীতের ফুলের জন্য মাটি শুকিয়ে তৈরি হতে সময় লেগেছে অনেক। গাছ লাগাতেও তাই বেশ দেরি হয়েছে। এজন্য এবার ভাল ফুল হবার সম্ভবনা কম। তাই এবার আমি Hybrid চারা লাগিয়েছি কম, দেশি গোছ করা চারা লাগিয়েছি বেশি। যে যে গাছ এবার লাগিয়েছি তা হল---

নামঃ- Chrysanthemum, চন্দ্রমল্লিকা
বৈজ্ঞানিক নামঃ- Dendranthema X grandiflorum   Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ-  রোদের গাছ।
জলের পরিমাণঃ- জল খুব সাবধানে দিতে হবে। জল-সার বেশী হয়ে গেলে, গাছের ডগা মোটা হয়ে
যায়, সেই গাছে আর ফুল হতে চায় না। তখন কিছুদিন জল না দিলে আবার গাছ ঠিক হয়ে যায় অনেক সময়।                   
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- চন্দ্রমল্লিকা না না রঙের ও না না রকমের হয়।
চারা তৈরিঃ-  Mother গাছ থেকে, বর্ষার পর পর Cutting করে Root Hormone দিয়ে বালিতে বসিয়ে চারা  তৈরী করতে হয়।
আরও কিছুঃ- এবার শীতের (2013) চন্দ্রমল্লিকার চারা জিয়ারুল আমাকে দিয়েছে।

বৈজ্ঞানিক নামঃ- Pericallis x hybrida  Family: Asteraceae (Sunflower family) 
আলো-ছায়াঃ- ছায়ার গাছ।
জলের পরিমাণঃ-  কম জল।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- এখানে নীল ও রানি রঙের বিভিন্ন Shades হয়।
চারা তৈরিঃ- তৈরী চারা কিনেছি। আগের বারের দানা ফেলেছিলাম, মোটে একটা চারা বেরিয়েছে।
আরও কিছুঃ- বড় চারা কিনেছি। Hybrid.

নামঃ- Cosmos, Mexican aster
বৈজ্ঞানিক নামঃ-Cosmos bipinnatus   Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, গোলাপী, সাদা রঙের হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ-  গোছের চারা কিনেছি। শিয়ালদহ থেকে।


নামঃ-  Dahlia
বৈজ্ঞানিক নামঃ-Dahlia   Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল। নানা রঙের হয়।
চারা তৈরিঃ- তৈরি চারা কিনেছি।
আরও কিছুঃ- জিয়ারুল চারা কিনে এনেছে।


নামঃ- Dog flower, Snapdragon
বৈজ্ঞানিক নামঃ- Antirrhinum majus    Family: Scrophulariaceae (dog flower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কম।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের হয়।এই ফুলটার মাঝখানে চিপলে ঠিক যেন কুকুরের মতো হা করে। তাই একে Dog Flower বলে।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- গোছ করা দেশী গাছ কিনেছি এবার।

নামঃ- Gazania
বৈজ্ঞানিক নামঃ- Gazania rigens   Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- কড়া রোদ লাগে।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল। নানা রঙের হয়। বিকালে ফুল বুজে যায়। কড়া রোদের সাথে চোখ মেলে। তাই এই ফুলটা প্রথম ফোটা দেখতে, আমার অফিস কামাই করতে হয়!
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- Hybrid  বড় চারা কিনেছি।

নামঃ- Gladiolus, Natal lily
বৈজ্ঞানিক নামঃ- Gladiolus dalenii/natalensis   Family: Iridaceae (Iris family)
আলো-ছায়াঃ- কড়া রোদ লাগে।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- শিষ করে ফুল হয়। নানা রঙের হয়।
চারা তৈরিঃ- Blub  থেকে চারা হয়।
আরও কিছুঃ- আমি বর্ষার জল শুকানোর আগেই Blub এনেছিলাম। তাই বালিতেই বড় হয়ে গিয়েছে গাছ গুলো। ফুল ভাল হবে না। নোয়াপাড়ার মেসোমসাই আমাকে কয়েকটা Blub দিয়েছেন, হয়তো সেগুলো ফুল দেবে।

নামঃ- Larkspur
বৈজ্ঞানিক নামঃ- Consolida ajacis   Family: Ranunculaceae (buttercup family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- শিষ করে ফুল হয়। নীল, সাদা, গোলাপী এই রঙ গুলো হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- গোছের চারা কিনেছি। শিয়ালদহ থেকে।

নামঃ- Lilium, Bateman'sLily
বৈজ্ঞানিক নামঃ- Lilium x maculatum Cv. 'Batemanniae'   Family: Liliaceae (Lily family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- কম জল।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, একটা ডাটিতে চার-পাঁচটি ফুল থাকে। নানা রঙের হয়।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- গত শীতে (2012) রশ্মি আমাকে দিয়েছিল। কিন্তু এর কন্দটা আমি হারিয়ে ফেলেছি। এবার এই Lilium গুলো এনেছি শিখরপুর থেকে

নামঃ- Marigold,Inka
বৈজ্ঞানিক নামঃ- Tagetes erecta   Family: Asteraceae
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- Hybrid  বড় চারা কিনেছি। কেন জানিনা এবার খুব মাকড়সার উৎপাত হচ্ছে।


বৈজ্ঞানিক নামঃ- Tagetes erecta 
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- Hybrid  বড় চারা কিনেছি।

নামঃ- Pansy
বৈজ্ঞানিক নামঃ- Viola x wittrockiana   Family: Violaceae (violet family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- দু-রকম Pansy কিনেছি, Hybrid আর দেশি। Hybrid এর ফুল বড় হয়। দেশির ফুল ছোট হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- দু-রকম চারাই জিয়ারুল কিনে এনেছে।

নামঃ- Petunia
বৈজ্ঞানিক নামঃ- Petunia hybrida  Family: Solanaceae (potato family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- জিয়ারুল কিনে এনেছে। বড় চারা আনা হয়েছে। কিন্তু পাখিতে খুব পাতা খেয়ে যাচ্ছে, কেন জানিনা।

বৈজ্ঞানিক নামঃ- Lobularia maritima   Family: Brassicaceae (Mustard family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- খুব ছোট। Hedge করে লাগাতে হয়। সুগন্ধি। সকাল বেলায় বাগানে দাঁড়ালে এর হালকা সুবাসে মনটা ভরে ওঠে।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- গোছের চারা কিনেছি। শিয়ালদহ থেকে।

নামঃ- Sweet William
বৈজ্ঞানিক নামঃ- Dianthus barbatus  Family: Dianthus barbatus 
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- গোছ করে না না রঙের ফুল হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।

আরও কিছুঃ- গোছের চারা কিনেছি।জিয়ারুল কিনে এনেছে। 




No comments:

Post a Comment